বিশ্বকাপের আসর শেষ হওয়ার তিন মাসেরও বেশি সময় পর আর্জেন্টিনা জাতীয় দল একত্রিত হয়েছিল প্রীতি ম্যাচ খেলতে। এর আগের ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
বুধবার দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে নামছে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে ৮৬ নম্বর র্যাঙ্কিংয়ে আছে দলটি।
কুরাকাও ২০১৭ সালে ক্যারিবিয়ান কাপের চ্যাম্পিয়ন হওয়া দল। ২০১৯ সালে কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেও খেলেছিল তারা। তবে গত কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি এই ছোট দ্বীপরাষ্ট্রটি।
কুরাকাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ/ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার/ লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।