• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১২:৪৯ পিএম
দীর্ঘ ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তানের উইকেট পতনে উল্লাস ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের। ছবি: সংগৃহীত

একেই বলে দূর্ভাগ্য। যা ঘটলো পাকিস্তানেরে ক্ষেত্রে। নিজেদের পাতা ফাঁদেই পড়লো পাকিস্তান। মুলতানে ঘূর্ণি পিচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে আড়াই দিনেই পরাজয় ঘটল শান মাসুদের দলের। পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো সফরকারী ক্যারিবীয়রা।

পাকিস্তানের মাটিতে টেস্টে এটি মাত্র পঞ্চম জয় ওয়েস্ট ইন্ডিজের। ৩৪ বছর পর তারা জয় পেয়েছে পাকিস্তানে। সবশেষ জিতেছিল ১৯৯০ সালের নভেম্বরে।

দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় ছিল পাকিস্তান। স্বাগতিকদের প্রয়োজন ছিল ১৭৮ রান, হাতে ৬ উইকেট। সাপের ফনার মতো একেবেঁকে আসা ঘূর্ণি ডেলিভারির সামনে এই লক্ষ্যও ভীষণ কঠিন হবে, বোঝাই যাচ্ছিল। সেটাই হলো। ৪ উইকেটে ৭৬ রান নিয়ে নামা পাকিস্তান ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অলআউট হয়েছে ১৩৩ রানে।

এক মোহাম্মদ রিজওয়ান ছাড়া আর কেউ লড়াই করতে পারেনি। ৬২ বল খেলে ২৫ রান করেন রিজওয়ান।

সোমবার তৃতীয় দিনের সকালে ২০ ওভারের মধ্যে ৫৭ রানে বাকি ৬ উইকেট হারিয়ে পরাজয় মেনে নেয় পাকিস্তান।

পাকিস্তানকে এই হার উপহার দেওয়ার বড় কুশীলব জোমেল ওয়ারিকেন। ক্যারিবীয় এই বাঁহাতি স্পিনার প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে শিকার করেছেন ৫টি।

বাকি ৫ উইকেটও নিয়েছেন দুই স্পিনার। কেভিন সিনক্লিয়ার ৩টি আর গুদাকেশ মোতি নেন ২টি উইকেট।

Link copied!