• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওদের রান নিয়ে আমাদের কোনো চিন্তাই ছিল না: হারমানপ্রিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৫:৩২ পিএম
ওদের রান নিয়ে আমাদের কোনো চিন্তাই ছিল না: হারমানপ্রিত

সিলেট থেকে: সেমি-ফাইনালে টানটান উত্তেজনার ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। একরকম আত্মসমার্পণই করেছে ভারতের কাছে। লঙ্কানদের বিপক্ষে এমন সহজ জয়ের পর ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত জানিয়েছেন, শ্রীলঙ্কা কত রান করবে এটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না।

শনিবার (১৫ অক্টোবর) নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬৫ রানে গুটিয়ে দেয় ভারত। শ্রীলঙ্কাকে এইরকম বাজে অবস্থায় ফেলায় বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি হারমানপ্রিত। শুধু তাই নয়, বোলারদের পাশাপাশি ফিল্ডারদেরও কৃতিত্ব দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

তিনি বলেন, “আমাদের বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত। প্রথম বল থেকেই ফিল্ডাররা দারুণ বোলিং করেছে। আমরা কখনই সহজেই সবকিছু ছেড়ে দেইনি। আমাদের উইকেট বোঝা উচিত ছিল আর সেই অনুযায়ীই কাজ করেছি।”

শ্রীলঙ্কার ব্যাটিংয়ে কত রান তুলেছে সেটা নিয়ে কোনো ধরনের মাথা ব্যথাই ছিল না ভারতীয় অধিনায়কের। তিনি বলেন, “আমরা স্কোরবোর্ডের দিকে তাকাই নি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল পাঁচ ওভারের মধ্যে যেন রান তাড়া করতে পারি। আমরা কখনই বোর্ডের দিকে তাকাইনি ওরা কত রান করেছে তা দেখার জন্য।”

Link copied!