• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

‘সংক্ষিপ্ত ফরম্যাটেও আমরা ভালো খেলার যোগ্যতা রাখি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০১:০৯ পিএম
‘সংক্ষিপ্ত ফরম্যাটেও আমরা ভালো খেলার যোগ্যতা রাখি’
মুমিনুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুমিনুল হক। লাল বলে ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন অপ্রতিরোধ্য। সাদা বলে অল্প যে সুযোগ পেয়েছেন সেগুলোরও যথার্থ ব্যবহার করতে পারেননি তিনি। এক পর্যায়ে টিম ম্যানেজমেন্ট তাকে লাল বলের ক্রিকেটারই হিসেবে বিবেচনা করতে শুরু করে।

জাতীয় দলের মিডল অর্ডার এই ব্যাটার জানান, সাদা বলেও যে ভালো খেলার যোগ্যতা তারা রাখেন সেটি অনেকেই বিশ্বাস করে না।

বাঁহাতি এই ব্যাটার মনে করেন, তার পেছনে টেস্ট ক্রিকেটার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। দেশের একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেন, আমাকে শুধু টেস্ট ক্রিকেটারের লেভেল দেওয়া হয়েছে। এ দেশে টেস্ট ক্রিকেটের খুব বেশি  গুরুত্ব নেই। এ কারণে এই ফরম্যাটের ক্রিকেটারদের বিপিএল, ডিপিএলে সেভাবে কেউ দলে নিতে চায় না। আমি বা আমরা যে সাদা বলেও ভালো খেলার সামর্থ্য রাখি তা ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির কেউ মনে করে না।

সামনেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজের জন্য আলাদা কোনো পরিকল্পনা করেননি মুমিনুল। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে যেভাবে ভালো করা সম্ভব হবে সেটি করার চেষ্টা করবো। আমি আমার গেম প্ল্যান নিয়ে কাজ করছি। কীভাবে রান করা যায়, ম্যাচে কোন সময় সহজ হবে, কোন সময় কঠিন হবে সেগুলোর বুঝে অনুশীলন করছি।’

লম্বা বিরতি দিয়ে টেস্ট ক্রিকেট খেলা অনেক চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন মুমিনুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একদিন পর খেলা হলেও টেস্ট খেলা সবসময় চ্যালেঞ্জিং। অন্য ফরম্যাটের চেয়ে এটি বেশ কঠিন। এই ফরম্যাটে ফিটনেস, স্কিল সব দিক দিয়েই সেরাটা দিতে হয়। আমার মত যারা টেস্ট খেলে তাদের জন্য কাজটা আরও কঠিন। লম্বা বিরতি দিয়ে খেললে সমস্যা হয় সেটি অস্বীকার করার উপায় নেই।’

Link copied!