• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতের মাটিতে অন্তত এক টেস্ট জিততে চাই: সুমন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০২:০৩ পিএম
ভারতের মাটিতে অন্তত এক টেস্ট জিততে চাই: সুমন
হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, কৃতি ব্যাটার হাবিবুল বাশার সুমন সম্প্রতি নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। দেশের ক্রিকেটের অনেক সুখের স্মৃতি জড়িয়ে রয়েছে তার সঙ্গে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সুমন বলেন, ‘বাংলাদেশ টেস্ট ইতিহাসের সেরা জয়। সব ডিপার্টমেন্টে এতো ভালো এর আগে কখনো খেলেনি টাইগাররা। যেকোন দলের বিপক্ষে এখন চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্য রাখে বাংলাদেশ।’ ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে অন্তত এক টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন সুমন।

সাদা পোশাকে এই দলটার বদলে যাওয়ার রহস্য কি? তার জবাবও দিতে গিয়ে সুমন বলেন, ‘খেলোয়াড়রা তাদের চরিত্র শো করেছে এই সিরিজে। যখনই চ্যালেঞ্জের মুখে পড়েছে তখন কেউ পেছনে ফিরে তাকায়নি। যখন যার প্রয়োজন ছিল সকলেই এগিয়ে এসেছে। সবচেয়ে ভালো লেগেছে যখন চ্যালেঞ্জ এসেছে সকলে মিলে ভালোভাবে মোকাবিলা করেছে।’

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। যা ধরে রাখতে পরামর্শও দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে ভালো করলে যে আনন্দটা, টেস্ট ক্রিকেটটা যে কতটা এনজয়েবল, যে সাকসেস তারা করেছে এটা যদি তারা মাথায় রাখেন তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো করবে।’

পাকিস্তানের পর এবার টাইগারদের চোখ ভারত জয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে ভারত। তাই তাদের বিপক্ষে সাফল্য কঠিন। তবে অসম্ভব নয় বলে মনে করেন সুমন।

তিনি বলেন, ‘ভারত খুবই ভালো দল। কিন্তু মনে হয় আমরাও অনেক ভালো দল হিসেবে তৈরি হয়ে গিয়েছি। আমরা ভারতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হব। ২০১৯ সালে যখন টেস্ট খেলতে গিয়েছি তখন দলটা যেমন ছিল এখন তেমন নেই। দুইটার মধ্যে অন্তত একটিতে জিততে চাই।’

যে সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, সে মাসেই ধারাবাহিকতার পরীক্ষা হবে ভারত সফরে।

Link copied!