এমনিতেই ব্যাট হাতে রান পাচ্ছেন না বলে কম কথা শুনতে হচ্ছে না তাকে। এবার সেই বিরাট কোহলির বিরুদ্ধে এক নারী সাংবাদিকের সঙ্গে বাজে আচরণের অভিযোগ উঠলো।
রবীন্দ্র জাদেজা, আকাশ দীপের পর এবার কোহলি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের নিশানায় ভারতীয় ব্যাটার। তাদের অভিযোগ, বিমানবন্দরে ঐ সাংবাদিককে ধমক দিয়েছেন কোহলি।
চতুর্থ টেস্ট খেলতে গত বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছায় ভারতীয় দল। স্ত্রী অনুষ্কা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন কোহলি। তখন ঐ নারী সাংবাদিক কোহলির সন্তানদের ভিডিও করার চেষ্টা করেন। কোহলি তা বুঝতে পেরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন। সন্তানদের ভিডিও মুছে দেওয়ার অনুরোধ করেন। কোহলি জানান, ওই সাংবাদিক চাইলে তার ছবি নিতে পারেন, কিন্তু ভিডিও মুছে ফেলতে হবে।
এই ঘটনার পরই অস্ট্রেলিয়ার কয়েকজন সাংবাদিকের অভিযোগ, ‘অস্ট্রেলিয়ার বিমানবন্দরে কারও ছবি তোলায় নিষেধাজ্ঞা নেই। প্রধানমন্ত্রী গেলেও অনেকে তার ছবি তোলেন। কোহলি ক্রিকেটের এত বড় তারকা। তাই তার ছবি তোলার চেষ্টা কেউ করতেই পারেন। কিন্তু কোহলি ওই সাংবাদিককে ধমক দিয়েছেন। তার সঙ্গে থাকা ক্যামেরাম্যানদেরও ধমক দিয়েছেন কোহলি।’
সাংবাদিকদের অভিযোগ, কোহলির ধমক খেয়ে ভয় পেয়ে যান ওই নারী সাংবাদিক। কোনও রকমে সেখান থেকে পালিয়ে যান তিনি।
তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোহলির বিরুদ্ধে অভিযোগ করলেও সেই নারী সাংবাদিক বা বিমানবন্দরে থাকা অন্য কেউ কোনও অভিযোগ করেননি।