গত অক্টোবর মাসে ব্যালন ডি’অর খেতাব জেতে রদ্রিগো হার্নান্ডেজ। এতো দিন পরও ঐ পুরস্কার প্রদান নিয়ে বিতর্ক রয়ে গেছে। এই পুরস্কারটির প্রাপ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, এমন মন্তব্য করেছেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার দুবাইয়ে ‘গ্লোব সকার এওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদো ও ভিনিসিয়ুস। সেখানে সেরা খেলোয়াড় হন রিয়াল মাদ্রিদের ব্রাজিল তারকা ভিনিসিয়ুস। আর রোনালদো জেতেন মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
সেখানে পাঁচ বারের ব্যালনজয়ী রোনালদো বলেন, ‘ব্যালন ডি’অর কর্তৃপক্ষ সবসময় সঠিক কাজ করে না। এবারের ব্যালন পাওয়ার কথা ছিল ভিনিসিয়ুসের। কিন্তু তারা দেয়নি। রদ্রিগোও যোগ্য, তবে বেশি যোগ্য ছিল ভিনি। তাই আমি ব্যালনের চেয়ে গ্লোব সকার এওয়ার্ডকে স্বচ্ছ মনে করি।’