• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬
সেঞ্চুরিয়ান টেস্ট

শেষের নাটকীয়তা দেখার অপেক্ষায় দর্শকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৭:৪৭ এএম
শেষের নাটকীয়তা দেখার অপেক্ষায় দর্শকরা
বাবরকে আউট করার পর জানসেনের উল্লাস। ছবি: সংগৃহীত

পাকিস্তানের এবারের দক্ষিণ আফ্রিকা সফর শুরুটা হয় টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়ে। এরপর ওয়ানডে সিরিজে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দক্ষিণ আফ্রিকাকে। 

গত  বৃহস্পতিবার শুরু হয় টেস্ট সিরিজ। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের শেষ নাটকীয় দৃশ্য দেখার অপেক্ষায় দর্শকরা। 

টেস্টের প্রথম তিন দিনে দুই দলের মোট ৩৩টি উইকেটের পতন ঘটেছে। বাকি দুই দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে জিততে ১২১ রান করতে হবে। স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে  দুই দিনে প্রায় ১৮০ ওভারে ১২১ রান করা খুব সহজ। কিন্তু শনিবার তৃতীয় দিনের খেলাশেষে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রান করে মূল্যবান ৩ উইকেট হারিয়ে। ফলে এই টেস্ট ঘিরে এখন সৃষ্টি হয়েছে চরম নাটকীতা। 

বোলারদের দাপটে চলা এই টেস্টে অবশ্য একটু ধীর স্থির হয়ে খেললে জয়ী হতেও পারে প্রোটিয়ারা। আর যদি পাকিস্তানি বোলাররা চাপ অব্যাহত রাখে, তাহলে উল্টোটা ঘটতে পারে। অর্থাৎ জয়ী হতে পারে পাকিস্তান।

পাকিস্তান তাদের দুই ইনিংসে করে ২১১ ও ২৩৭ রান। 

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সাউদ শাকিল ৮৪ রানের চমৎকার এক স্কোর করেন। আর বাবর আজম করেন ৫০ রান। 

দক্ষিণ আফ্রিকার জানসেন একাই ৬টি উইকেট লাভ করেন। রাবাদা নেন ২টি উইকেট। 

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৩০১ রান করে। 

শনিবার তৃতীয় দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংস খেলতে গিয়ে পাকিস্তানি বোলারদের রোষানলে পড়েন  দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। মার্করাম ২২ রানে অপরাজিত আছেন। অথচ,  টনি ডি জর্জি ২, স্টাবস  ১ ও রিকেলটন ৩ রানে আউট হন। 

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ২টি লাভ করেন।

Link copied!