• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

খুবই কঠিন, কীভাবে মনোযোগ রাখছি আল্লাহই জানেন: সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৬:২৭ পিএম
খুবই কঠিন, কীভাবে মনোযোগ রাখছি আল্লাহই জানেন: সাকিব
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

চাপে চাপে জর্জরিত বাংলাদেশের অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কখনো সে চাপ ছিল প্রতিপক্ষ দলের শক্তির কারণে, কখনো চাপ ক্রিকেটীয় চিরপ্রতিদ্বন্দ্বীতার নিরিখে, কখনো চাপ নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে। তবে সব চাপ ছাপিয়ে গেছে সাকিবের উপর এবারের চাপ। অল্প কিছুদিন হলো রাজনীতিতে জড়িয়ে সৃষ্টি হয়েছে সেই চাপ। যা তার ক্রিকেটীয় চরিত্রের সঙ্গে মানায় না।

দীর্ঘ বণ্যাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে চাপকে সঙ্গে নিয়েই বিশাল অবস্থানে পৌঁছেছেন  সাকিব। এরপরও গত দুই মাসের পরিস্থিতি কিছুটা আলাদাই ছিল। ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত এক পোশাককর্মী হত্যা মামলার খড়্‌গ নিয়ে খেলতে হচ্ছে তাকে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিব এখনো দেশেই আসেননি। 

ক্রিকেটীয় চাপের সঙ্গে মামলার চাপেও নিজের মনোযোগ ধরে রাখেন সাকিব। প্রসঙ্গটি নিয়ে কানপুরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কঠিন, খুবই কঠিন। আমি কীভাবে (মনোযোগ) রাখছি, এটা আল্লাহই জানেন। আমিও জানি না আসলে (হাসি)। একটা মামলা হয়েছে, আসলে সবারই অধিকার (মামলা করা) আছে। কিন্তু আপনারা সবাই জানেন, এটা কেমন ধরনের মামলা ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সুতরাং এ বিষয়টা নিয়ে খুব বেশি বলতে চাই না।’

এর মধ্যে সাকিবকে শেয়ার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটা নিয়ে সাকিব বললেন, ‘আমার জীবনে আমি আসলে নিজে থেকে কখনো ট্রেড করিনি, কেউ যদি এটা বলে—এ ট্রেডিং নিয়ে কথাও বলেছি, প্রমাণ দিলে আমি খুশি হব। আমি যেহেতু ট্রেডই করিনি নিজ থেকে, স্বাভাবিকভাবে আমার ভুল করার বা ওটার সঙ্গে যে শব্দগুলো যোগ করা হয়েছে, সেটাও আমার জন্য দুঃখজনক।’

দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা নিয়ে সাকিব বলেছেন, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। বোর্ড চেষ্টা করছে যাতে করে আমি গিয়ে খেলতে পারি, নিরাপদ অনুভব করি এবং একই সঙ্গে যখন আমার দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে বের হতে যেন আমার কোনো সমস্যা না হয়।’ 

Link copied!