• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬
প্যারিস অলিম্পিক

রাতে নারী ফুটবল ফাইনালে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৪:২৯ পিএম
রাতে নারী ফুটবল ফাইনালে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ব্রাজিল
ফাইনালে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের নারীরা। ছবি : সংগৃহীত

ব্রাজিলের পুরুষরা অলিম্পিক ফুটবলে সোনা জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত নারীরা সে স্বাদ গ্রহণ করতে পারেনি। এবার সুযোগ এসেছে সেই স্বাদ গ্রহণ করার। যেখানে তাদের সামনে শক্তিশালী যুক্তরাষ্ট্র।

চলতি প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ফেভারিট স্পেনকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। শনিবার প্যারিসের পার্ক দ্যা প্রাসে রাত ৯টায় ফাইনাল মাঠে গড়াবে।  

সেমিফাইনালে মেয়েদের ফুটবলের ‘পেলে’ খ্যাত কিংবদন্তি ফরোয়ার্ড মার্তাকে না পেলেও ফাইনালে তিনি থাকছেন এটা নিশ্চিত। তাই সতীর্থরা ক্যারিয়ারের সায়াহ্নে থাকা মার্তাকে সোনা উপহার দিতে চান বলে জানিয়েছেন।

সেমিতে স্প্যানিশদের হারানোর পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যাঞ্জেলিনা বলেন, এটা আমরা তার (মার্তা) জন্য করেছি। আমরা তাকে সত্যি দারুণ এক বিদায় দিতে চাই।

যুক্তরাষ্ট্রকে হারিয়ে যদি সোনা জয় করতে পারে ব্রাজিল তাহলে ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলা মার্তার জন্য দারুণ বিদায় হবে। নয়তো সারাজীবনের জন্য আক্ষেপ যে রয়েই যাবে ৩৮ বছর বয়সী তারকার। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের হাতে উঠেছে রেকর্ড সমান চারবার করে বিশ্বকাপ ও অলিম্পিক স্বর্ণ।

যুক্তরাষ্ট্র সেমিতে জার্মানিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ ও গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের ব্যর্থতা ঘোচাতে মরিয়া হয়ে সোনা জিততে চাইবেন এমা হেইসের যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০০৪ অ্যাথেন্স ও ২০০৮ বেইজিং অলিম্পিকে দুবারই গেমসের ফাইনালে ব্রাজিল হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে।

Link copied!