ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানু প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো বছরের প্রথম গ্রান্ড স্লাম আসরটিতে টানা দুই জয় পেলেন রাদুকানু।
২২ বছর বয়সী রাদুকানু প্রতিটি সেটেই শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও বিরতির পর লড়াই করে জয়লাভ করেছেন। প্রথম সেটে মোটামুটি সহজেই জিতে যান তিনি। শেষ পর্যন্ত ম্যাচটিতে সরাসরি ৬-৩ ও ৭-৫ সেটে আমান্ডাকে হারিয়ে দেন।
বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতলেও তার সামনে এখন কঠিন লড়াই। বিশ্বের ৬১ নম্বর খেলোয়াড় রাদুকানু পরবর্তী রাউন্ডে খেলবেন দ্বিতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়াতেকের বিপক্ষে।
২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাদুকানুর অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতি ভালো হয়নি পিঠের আঘাতের কারণে। বার বার তাকে বিশ্রামে থাকতে হয়েছে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে তাকে দুবার চিকিৎসা গ্রহণের প্রয়োজন হয়।
ম্যাচশেষে রাদুকানু বলেন, ‘দ্বিতীয় রাউন্ড পেরিয়ে যাওয়া আমার কাছে অনেক কিছু। আমার পিঠের ব্যাথা এখন মোটামুটি সহনীয়। এবং আশা করি পরের রাউন্ডে পুরো সুস্থ শরীর নিয়ে কোর্টে নামতে পারবো।’
রাদুকানু শনিবার তৃতীয় রাউন্ডে খেলবেন পাঁচবারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন সুয়াতেকের বিপক্ষে।
পাঁচটি গ্রান্ড স্লাম বিজয়ী হলেও মেলবোর্নে সেমিফাইনালে কখনোই জিততে পারেননি সুয়াতেক। দ্বিতীয় রাউন্ডে যিনি স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে মাত্র এক ঘণ্টায় সরাসরি ৬-০ ও ৬-১ সেটে হারিয়ে এবার নিজের শক্তিমত্তার পরিচয় দিয়েছেন।