অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটল। ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে এবারকার আসর। অর্থাৎ টুর্নামেন্টে আয়োজক থাকবে পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে, নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর বদলে পাকিস্তানও ভারতে অনুষ্ঠেয় আইসিসির ইভেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
আইসিসি রেজুলেশন সূত্রে জানা গেছে, ২০১৪-২৭ সাইকেলে আইসিসির যেসব ইভেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হবে, সেই ইভেন্টগুলোতে ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। একইভাবে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত ইভেন্টগুলোতে যোগ দিতে দেশটিতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। নিরপেক্ষ ভেন্যুর নাম প্রস্তাব করবে আয়োজক বোর্ড এবং তাতে আইসিসির অনুমোদন লাগবে।
নির্ধারিত সাইকেলের মধ্যে রয়েছে পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।