জার্মানীর ফুটবল লিগ বুন্দেসলিগায় আগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে নিজেদের অপরাজিত রেখেছিল বেয়ার লেভারকুসেন। ৯৭ মিনিটে গোল করে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল তারা। সেই একই ঘটনার পুনরাবৃত্তি পরের ম্যাচেও ঘটালো লেভারকুসেন।
শনিবার রাতের ম্যাচে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে লেভারকুসেন। এতে ২-২ গোল ড্র করে ১ পয়েন্ট আদায় করার পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতায় ৪৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ক্লাবটি।
চলতি মৌসুমে অনেকগুলো ম্যাচেই পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অপরাজিত থেকেছে লেভারকুসেন। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮৯ মিনিট বা তার পরে মোট ১৭টি গোল করেছে জাবি অ্যালোনসোর শিষ্যরা।
লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে ৪৭ মিনিটে প্রথম গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্টুটগার্ট। লেভারকুসেনের জালে বলটি জড়িয়ে দিয়েছিলেন ক্রিস ফুরিখ।
৫৬ মিনিটে ফের গোল করে ব্যবধান ২-০ করে স্টুটগার্ট। এবার সফরকারীদের হয়ে গোল করেন ডেনিজ আনডাভ।
দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৬১ মিনিটে লেভারকুসেনের হয়ে প্রথম গোল করেন আমিনি আদলি। এতে ব্যবধান দাঁড়ায় ২-১। অবশেষে ৯৬ মিনিটে গোল করে লেভারকুসেনকে অপরাজিতই রাখেন রবার্ট এনরিখ।