প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১২৫ রানে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে উগান্ডা। বৃহস্পতিবার সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ‘সি’ গ্রুপের এক ম্যাচে তারা ৩ উইকেটে পাপুয়া নিউগিনিকে(পিএনজি) পরাজিত করে।
এই গ্রুপে আরও রয়েছে নিউজিল্যান্ড ও অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে এসে দ্বিতীয় ম্যাচেই এই ঐতিহাসিক প্রথম জয় পেয়েছে আফ্রিকান দেশ উগান্ডা।
ম্যাচে পিএনজি প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয়। জবাবে উগান্ডা ১৮.২ ওভারে ৭ উইকেটে ৭৮ রান করে। উগান্ডার রাইজাত আলি শাহ ৩৩ রান করে ম্যাচসেরা হন।