আইএলটি২০

আইএলটি মাতাচ্ছেন আমিরাতের ওয়াসিম-সঞ্চিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১২:০২ এএম
আইএলটি মাতাচ্ছেন আমিরাতের ওয়াসিম-সঞ্চিত

সংযুক্ত আরব আমিরাতে চলছে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)। বিদেশি তারকাদের ঝলমলে পারফরম্যান্সের সঙ্গে স্থানীয় খেলোয়াড়রাও নিজেদের প্রমাণ করবেন, এমন প্রত্যাশা ছিল আয়োজকদের। পাঁচ ম্যাচ শেষে তাদের আশাহত করেননি মোহাম্মদ ওয়াসিম ও সঞ্চিত শর্মা।

ওয়াসিমের জন্ম পাকিস্তানে, আর সঞ্চিতের ভারতে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে খেলছেন তারা। সঞ্চিত তার ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২১ সালের অক্টোবরে। ওয়াসিম খেলেছেন ২১ টি-টোয়েন্টি ও ২০ ওয়ানডে। এবারের আইএল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কাঁপাচ্ছেন ওয়াসিম, খেলছেন এমআই এমিরেটসের হয়ে। আর বল হাতে সঞ্চিত গতির ঝড় তুলছেন গালফ জায়ান্টসের হয়ে।

শনিবার শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৯ বলে ৭১ রান করেন ওয়াসিম। আবুধাবি নাইট রাইডার্সের টপ অর্ডারে চিড় ধরান সঞ্চিত, রোববারের ম্যাচে নেন ৩ উইকেট, ৯ রান দিয়ে। নিজেদের ওই ম্যাচে সেরা খেলোয়াড় হন তারা।

একসময় হ্যাটট্রিকের দোরগোড়ায় ছিলেন সঞ্চিত। এই ফাস্ট বোলার বললেন, ‘আমার জন্য স্বপ্নের অভিষেক। আমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্যারিয়ার এর চেয়ে ভালো শুরু ভাবতে পারি না। আমি মনোছবি দেখছিলাম কীভাবে আমি ও আমার দল খেলবে। সেটাই বাস্তব হলো।’

চোখ ধাঁধানো সিম পজিশন নিয়ে সঞ্চিত বললেন, ‘আমি ভুবনেশ্বর কুমারকে আদর্শ মানি। তার সুইং ও বলে সিম আমি অনুকরণের চেষ্টা করি।’

ওয়াসিম তার ইনিংস সাজান পাঁচ বাউন্ডারি ও পাঁচ ছয়ে। তিনি বলেন, ‘ডিপি বিশ্ব আইএল টি-টোয়েন্টি সংযুক্ত আরব আমিরাতরে খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ, আমরাও ক্রিকেটে আমিরাতের প্রতিভা তুলে ধরতে চাই। আমি শারজার বিপক্ষে আমাদের ম্যাচে সেটা দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি ভবিষ্যতেও দেখিয়ে যাবো।’

Link copied!