কাজাখস্তানে এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করবেন দুই ইরানি নারী। প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন সিমিন রেজায়ি এবং নাসিবা দেলির হারভি সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান টেবিল টেনিস কনফেডারেশন (এটিটিইউ)।
এটিটিইউয়ের ঘোষণা অনুযায়ী, সিমিন রেজায়ি অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো ম্যাচ পরিচালনা করার রেকর্ড রয়েছে। অন্যদিকে নাসিবা দেলির হারভি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে ম্যাচ পরিচালনা করেছেন।
পুরুষ ও মহিলা উভয় বিভাগে এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপের টেবিল টেনিস প্রতিযোগিতা আগামী ৫ থেকে ১৩ অক্টোবর কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হবে।
এদিকে, এশিয়ান কনফেডারেশন দেলির হারাভিকে ইরাকের সুলাইমানিয়াতে অনুষ্ঠেয় পশ্চিম এশীয় বাছাই টুর্নামেন্টের পরিচালক এবং একইসঙ্গে ইরাকে অনুষ্ঠিত হতে যাওয়া পশ্চিম এশিয়ান যুব বাছাই টুর্নামেন্টের পরিচালক নির্বাচিত করা হয়েছে।