• ঢাকা
  • সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০, ২৮ রজব ১৪৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ, প্রতিপক্ষ যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:৫৫ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ, প্রতিপক্ষ যারা
পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের তিন তারকা। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত টুর্নামেন্টির পর্দা উঠবে আগামী  ১৯ ফেব্রুয়ারি। আসন্ন টুর্নামেন্টটি দিয়ে নিজেদের মাটিতে দীর্ঘ সময় পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামার আগে প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে পাকিস্তান। যেখানে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে অংশগ্রহণ করবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পিসিবি শনিবার সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে।

তিন জাতীর সিরিজটি আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, এরপর ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।

প্রথম ম্যাচে ৮ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এরপর একদিনের বিরতির পর, ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। এই ম্যাচটি হবে দিনের বেলায়। বাকি সব ম্যাচ দিবা রাত্রির হবে।

১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচ এবং ১৪ ফেব্রুয়ারি সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে, ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং পাকিস্তান নিজেদের অনুশীলন করবে ফ্লাড লাইটের আলোয়। ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ারা দিনের বেলায় তাদের প্রস্তুতি সেরে নিবে।

Link copied!