• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্রিসবানে অনন্য রেকর্ড গড়লেন ট্রাভিস হেড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৬:০৭ পিএম
ব্রিসবানে অনন্য রেকর্ড গড়লেন ট্রাভিস হেড
সেঞ্চুরির পর ট্রাভিস হেডের উদযাপন। ছবি : সংগৃহীত

ট্রাভিস হেড দারুণ এক সেঞ্চুরি করে ক্রিকেটের রেকর্ডবুকে দারুণভাবে স্থান করে নিয়েছেন। ব্রিসবানে দুটি বিশেষ টেস্ট রেকর্ডের মালিক হয়েছেন প্রথম ব্যাটার হিসেবে।

‘ভারতের জন্য বিপদ’ এবং ‘অস্ট্রেলিয়ার জন্য আশীর্বাদ’ হিসেবে প্রতীয়মান হেড একই বছরে একই ভেন্যুতে রেকর্ড জুটির অংশীদার হয়েছেন এবং একটি দ্রুতগতির সেঞ্চুরি করেছেন।

ব্রিসবানের গাব্বা অস্ট্রেলিয়ার দুর্গ হিসাবে বিবেচিত। এই বছরের শুরুতে দিবা-রাত্রির টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার সময় এই মাঠ হেডের কাছে পছন্দের ছিল না। কারণ, ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে দুই ইনিংসেই গোল্ডেন ডাক মারেন হেড। আর এবার বোর্ডার- গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে হেড সেই ব্যর্থতা মুছে ফেললেন দুটি ঘটনার কারণে।

গাব্বার এই পিচ বোলারদের স্বর্গরাজ্য বলেই সুপরিচিত। কিন্তু সেই হিসেব-নিকেশ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করলেন হেড বিধ্বংসী ব্যাটিং করে। ভারতীয় বোলারদের তিনি ইচ্ছে মতো ব্যবহার করলেন ব্যাট দিয়ে। তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সেঞ্চুরির নতুন গল্প তৈরি করলেন তিনি।

১৬০ বলে ১৫২ রান করেন হেড ১৮টি বাউন্ডারীর সাহায্যে। অর্থাৎ তিনি ৭২ রানই নিয়েছেন পিচের চারিদিকে পিটিয়ে খেলে বল মাঠের বাইরে পাঠিয়ে। পুরোপুরি ওয়ানডে স্টাইলেই খেলেছেন হেড। কারণ, তার পার্টনার স্মিথ ১৯০ বলে ১০১ রান করেছেন। আর হেড ঠিক তার উল্টোটাই করেছেন।  

হেড অস্ট্রেলিয়ার হয়ে তার নবম টেস্ট সেঞ্চুরি এবং ভারতের বিপক্ষে তার তৃতীয় সেঞ্চুরি করেছেন। বর্তমান টেস্ট জায়ান্ট ভারতের বিরুদ্ধে হেডের নিখুঁত সেঞ্চুরিতে প্রমানিত হলো, হেড এই ফরম্যাটে কতটা কার্যকর ব্যাটার। ৩০ বছর বয়সী হেড ভারতের বিপক্ষেই এই সেঞ্চুরির মধ্য দিয়ে টেস্টে তার ১০০০ রান অতিক্রমও করলেন।  

১৩ টেস্টে ২২টি ইনিংস খেলে হেড ৫২.৭১ গড়ে এখন পর্যন্ত করেছেন ১১০৭ রান। যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি। তিন ফরম্যাট মিলে ৩০টি আন্তর্জাতিক ম্যাচে হেড ৪৭.৪১ গড়ে মোট ১৭০৭ রান করেছেন। যেখানে চারটি সেঞ্চুরি ছাড়াও রয়েছে এবং ছয়টি হাফ সেঞ্চুরি।

হেড আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং এবার অ্যাডিলেডে সিরিজে সমতা আনা গোলাপী-বলের টেস্টে সেঞ্চুরি করেছেন।  

শুধুমাত্র ভারতের বিরুদ্ধেই হেড সব ফরম্যাটে চারটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি সহ ৮০ গড়ে ৮৮০ রান করেছেন। তাই ভারত তাকে বিপজ্জনক ব্যাটার মনে করে।  

 

 

Link copied!