• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬
বিপিএল ২০২৫

ঢাকা পর্বে উইকেট শিকারে শীর্ষে তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০২:১৬ পিএম
ঢাকা পর্বে উইকেট শিকারে শীর্ষে তাসকিন
তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে ভারতের আইপিএল নিলামে নাম দিয়েছিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার বাংলাদেশের তাসকিন আহমেদ।  কিন্তু রহস্যজনক কারণে এই তিন তারকার কাউকেই কোনো দল নেয়নি। যেখানে বস্তাপঁচা ভারতীয় বোলারদের বড় বড় অর্থ দিয়ে দলে নিয়েছে তারা। 

যাইহোক, আইপিএলে দল না পেলেও তাসকিনের বিশ্বরেকর্ডকে তো আর আড়াল করতে পারেনি ভারতের মিডিয়াগুলো। তাসকিনের বিশ্বরেকর্ডকে ফলাও করে প্রচার করেছে তারা। 

সেই তাসকিন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বে ১২টি উইকেট নিয়ে বিরাট কৃতিত্ব দেখিয়েছেন। তাও আবার মাত্র তিন ম্যাচে। 

ঢাকা পর্বে তার দল দুর্বার রাজশাহী ভালো না করলেও তাসকিন রয়েছেন উইকেট শিকারে এক নম্বরে। এরমধ্যে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রানে ৭টি উইকেট নিয়ে গড়েছেন বিপিএল রেকর্ড। সেই সঙ্গে বিশ্ব টি-টোয়েন্টিতেও গড়েছেন যৌথ রেকর্ড। এক ম্যাচে ৭ উইকেট পাওয়া আরও দুই বোলার রয়েছেন টি-টোয়েন্টির ইতিহাসে। 

যাইহোক,  বিপিএলে ৭টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিদেশী স্পিন বোলার খুশদিল শাহ। ৬টি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা ও আল ইসলাম। এখন মাঠে গড়াবে সিলেট পর্ব। এখানেও তাসকিনের চমক দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা। 

Link copied!