• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

কাল বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল লড়াইয়ে মাঠে নামছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:২৫ পিএম
কাল বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবল লড়াইয়ে মাঠে নামছে
মালদ্বীপ ফুটবল দল সোমবার ঢাকায় পৌঁছে। ছবি : সংগৃহীত

ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে মালদ্বীপের আগেই ফুটবল ম্যাচ খেলেছে বাংলাদেশ। সে অর্থে বাংলাদেশ ও মালদ্বীপ ফুটবলে নতুন প্রতিদ্বন্দ্বী।

১৯৮৪ সাল থেকে বাংলাদেশ ও মালদ্বীপরে মধ্যে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে বাংলাদেশ ও মালদ্বীপ সমান ৬ বার করে জিতেছে। আর বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে।

নভেম্বর ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও মালদ্বীপ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল বুধবার প্রথম ম্যাচে লাল-সবুজের জার্সিধারীরা আতিথেয়তা দেবে মালদ্বীপ দলকে।

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটির টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ ম্যাচের টিকিটগুলো তিনটি ক্যাটাগরিতে বিক্রি করবে বাফুফে। ভিআইপি টিকিট ৮০০, ক্যাটাগরী-১ টিকিট ৫০০ ও ক্যাটাগরী-২ টিকিট ৩০০ টাকায় পাওয়া যাবে।

স্যোশাল ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখা এবং সাউথ ইষ্ট ব্যাংক বসুন্ধরা শাখায় পাওয়া যাবে ম্যাচের পূর্ব টিকিটগুলো।

ম্যাচ খেলতে সোমবার সকাল সাড়ে ১১টায় মালদ্বীপ দল ঢাকায় পা রাখে। ওই সময় বাফুফের তিন নির্বাহী সদস্য কামরুল ইসলাম হিল্টন, গোলাম গাউস ও জাকির হোসেন চৌধুরী বিদেশি দলকে বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা থেকে বাংলাদেশ ও সন্ধ্যা ৬টা থেকে মালদ্বীপ জাতীয় ফুটবল দল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করে।

বুধবার ও শনিবার দুটি প্রীতি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

Link copied!