বাংলাদেশি পেসারদের প্রশংসায় টম লাথাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ১০:৫৬ এএম
বাংলাদেশি পেসারদের প্রশংসায় টম লাথাম
নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে টানা ১৮ ওয়ানডে হারের পর তাদের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। যেখানে বড় অবদান পেসারদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটের সবগুলোই গেছে চার পেসারের  ঝুলিতে।পেসারদের এমন পারফরম্যান্সে তাদের প্রশংসা ঝড়েছে প্রতিপক্ষের অধিনায়ক টম লাথামের কণ্ঠেও।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। ১টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। 

শেষ ওয়ানডে জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে স্বাগতিকরা। 

পরস্পরের মধ্যকার ৪৫টি ওয়ানডে ক্রিকেট ম্যাচে ৩৩ হারের বিপরিতে বাংলাদেশ পেল ১১তম জয়। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ম্যাচ শেষে বাংলাদেশি পেসারদের নিয়ে টম লাথাম বলেন, ‘অবশ্যই আমরা প্রত্যাশার চেয়েও বাজে খেলেছি, বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। তাদের প্রশংসা করতেই হবে।’
 

Link copied!