• ঢাকা
  • মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬
কানপুর টেস্ট

জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০১:৫৭ পিএম
জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে

কানপুরে ভারতকে ৯৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সহজ এই লক্ষ্য তাড়া করে জিততে হলেও রেকর্ড গড়তে হবে ভারতকে। কারণ গ্রিন পার্কে এর আগে আগে চতুর্থ ইনিংসে ৮২ রানের বেশি করে যে জিততে পারেনি কোনো দল।

কানপুরে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা অবশ্য ভারতেরই। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দেওয়া ৮২ রানের লক্ষ্য ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়েই পেরিয়ে গিয়েছিল তারা।

গ্রিন পার্কে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ার ঘটনা আছে তিনটি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৬২ রানের লক্ষ্য ১৩.১ ওভারেই পেরিয়ে যায় ভারত। ১৯৫২ সালে ভারতের দেওয়া ৭৬ রানের লক্ষ্য ১৯.২ ওভারে ৮ উইকেট হাতে রেখেই পেরোয় ইংল্যান্ড।
 

Link copied!