নিউজিল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জিতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম টি-টোয়েন্টিতে অবশ্য ওইরকম কিছু করতে পারেনি। ব্যাট হাতে মাত্র ৩২ রানে গুটিয়ে গেছে তারা। এতে ১৩২ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে।
শুক্রবার (২ ডিসেম্বর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিং নামে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের তুলোধনা করে নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানে থামে নিউজিল্যান্ডের মেয়েদের।
১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতি বাহিনী। কোনো ব্যাটারই পারেনি দুই অঙ্কের কোটা। সর্বোচ্চ ৬ রান আসে রিতু মনি ও অতিরিক্ত খাত থেকে। এর আগে এতো বড় ব্যবধানে আর কখনোই হারেনি বাংলাদেশের মেয়েরা। এর আগে ৮৬ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল।
শুরুতে ব্যাটিংয়ে নেমে সোফি ডিভাইন ও সুজি বেটস গড়েন ৮৪ রানের জুটি। উদ্বোধনী জুটিতে তোলা বড় সংগ্রহই গড়ে দিয়েছিল পাহাড়সম লক্ষ্যের ভিত। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেছে কিউই দল। সোফি ডিভাইনের ব্যাট থেকে সর্বোচ্চ ৪৫ রান আসে। সুজি বেটস খেলেছেন ৪১ রানের ইনিংস। এছাড়া অ্যামেলিয়া কার ২৭ রানে আউট হয়েছেন। ম্যাডি গ্রিন ৩৬ ও লিয়া তাহুহু ১৩ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে কেউই ভালো বোলিং করতে পারেননি। জাহানারা আলম, রিতু মনি ও নাহিদা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। শেষ ম্যাচটি ৭ ডিসেম্বর।