• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শান্তর সেঞ্চুরিতে ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ১২:৪১ পিএম
শান্তর সেঞ্চুরিতে ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে টাইগাররা

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন দারুণভাবে কাটিয়েছে বাংলাদেশ। এই সেশনে ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে টাইগাররা। লাঞ্চের আগে আফগানদের বিপক্ষে নাজমুল শান্তর শতক ও মমিনুল হকের ৪৩ রানে ভর করে ৪৯১ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৬ জুন) ৩৭০ রানের লিড নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। জাকির হাসান ও নাজমুল শান্ত গড়েন ১৭১ রানের জুটি। তবে শতকের সুযোগ মিস করেন জাকির। ব্যক্তিগত ৭১ রানে ড্রেসিংরুমে ফিরে যান এই ব্যাটার। এরপর মমিনুল হককে নিয়ে প্রথম সেশন শেষ করেন শান্ত। শান্ত তুলে নেন দুই ইনিংসে দুই সেঞ্চুরি। দীর্ঘদিন রান খরায় থাকা মমিনুল হকও ৪৩ রানে অপরাজিত আছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৫৫ রান।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শান্তর দুই ইনিংসে সেঞ্চুরি
নাজমুল হোসেন শান্ত আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে ১৪৬ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসেও ১১২ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। শান্ত ১৩টি চারের সাহায্যে সেঞ্চুরির দেখা পান। তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর আগে মমিনুল হকের এমন কীর্তি ছিল। 
 

Link copied!