• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ত্রিদেশীয় সিরিজের অনুশীলনে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ১০:৩৪ এএম
ত্রিদেশীয় সিরিজের অনুশীলনে টাইগাররা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে জয় পেয়েছে টাইগাররা। টুর্নামেন্ট শুরুর আগে আজ ক্রাইস্টচার্চে অনুশীলনে নেমেছে দলের সদস্যরা।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর দুইদিন বিশ্রাম পেয়েছে নুরুল হাসানরা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম অনুশীলন। অবশ্য দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এখনো দলের সাথে যোগ দেননি। তিনি দলের সাথে যোগ দেবেন আগামী কাল বুধবার। তবে অনুশীলন করবেন কী না, নিশ্চিত না।

আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় এই সিরিজ। টুর্নামেন্টে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচেরই ভেন্যু ক্রাইস্টচার্চের হাগলি ওভাল। প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে দুইবার। ১৪ অক্টোবর ফাইনালে  পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

Link copied!