টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোববার (১৬ জুলাই) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটের জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে টাইগাররা ১-০ ব্যাবধানে সিরিজে এগিয়ে রয়েছে। রোববারের ম্যাচে বাংলাদেশ জিততে পারলে প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াটওয়াশ করবে। এর আগে, আফগানিস্তানের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।
২০১৮ সালে প্রথম টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় এই দুই দল। সেই সিরিজে ৩-০ তে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পায় টাইগাররা। এরপর ২০২২ সালের সিরিজে ১-১ ব্যবধানে খেলা শেষ হয়। সাকিবদের সামনে এবার সুযোগ এসেছে ২০১৮ সালের হোয়াইটওয়াশের লজ্জার প্রতিশোধ নেওয়ার।
রোববারের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল ম্যাচের আগে শনিবার (১৫ জুলাই) কোনো অনুশীলন করেনি। বাংলাদেশের খেলোয়াড়রা সবাই বিশ্রামে সময় কাটিয়েছেন।
তবে এই ম্যাচের আগে আফগানদের সামনে একটু হলেও বাড়াতি চাপ থাকছেই। কারণ তাদের সিরিজের সমতায় ফেরানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে মাঠে নামতে হবে। এখন দেখার বিষয় সাকিব, লিটনরা হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে পারে নাকি এই সিরিজও ১-১ ব্যবধানে শেষ হয়।