ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এন্টিগা টেস্টে এক উইকেট হাতে রেখেই বাংলাদেশ দল প্রথম ইনিংস ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ দল ৯ উইকেটে ৪৫০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। সোমবার চতুর্থ দিনে তাই ব্যাট করতে নামে স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সবমিলে ১৯২ রানে এগিয়ে স্বাগতিকরা।
তৃতীয় দিনের খেলাশেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ১৮১ রানে পিছিয়ে ছিল। রোববার রাতে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান করলে তৃতীয় দিন শেষ হয়। জানা গেছে, রাতেই বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে আর মাঠে না নামার সিদ্ধান্ত নেন।
এর আগে, বাংলাদেশ মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মুমিনুল হক এবং জাকের আলির হাফ সেঞ্চুরিতে একটা সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ। সেই সঙ্গে ফলোঅনও এড়াতে সমর্থ হয় টাইগাররা। মুমিনুল ৫০ এবং জাকের আলি ৫৩ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৩টি উইকেট লাভ করেন।
এরআগে গ্রেভসের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৫০ রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। গ্রেভস ১১৫ রান করেন।
বাংলাদেশের হাসান মাহমুদ ৩ট এবং তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট লাভ করেন।