২০১৯ সালে ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। পাঁচ বছর পর ভারতকে এবার ফাইনালে পেয়ে পরাজিত করে সেই হারের বদলা নিয়েছে বাংলাদেশের যুবারা। সেইসঙ্গে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা লাভ করলো যুব টাইগাররা। মূল দল কখনো এশিয়া কাপের শিরোপা জেতেনি। চলতি বছর যুব দলের সেরা সাফল্যই ছিল এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব বজায় রাখা।
৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের ফাইনালে বাংলাদেশ ৫৯ রানের বড় ব্যবধানে ভারতকে পরাজিত করে। সর্বাধিক আটবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত এবার বলা যায় পাত্তাই পায়নি বাংলাদেশি যুবাদের কাছে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে উইকেটে ১৯৮ রান করেছে। জবাবে ভারত ৩৫.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রান করে। ১৯৯ রানের মাঝারি মানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারতীয় ব্যাটাররা বাংলাদেশের তরুণ পেসারদের মোকাবিলা করতে হিমশিম খেয়ে যায়।
গত বছর আরব আমিরাতের মাটিতে আগের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার অবশ্য ফাইনালে স্বাগতিকদের হারিয়েছিল বাংলাদেশ দল। শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালেও নিজেদের সেরাটা দিয়ে দেশকে আরেকবার ক্রিকেট উৎসবে মাতাতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম। চিরপ্রতিদ্বন্দ্বি ভারতকে হারিয়ে তার সেই আশা পূরণ হয়েছে এবার।
যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো সেরা সেরা দল খেলেছে এশিয়ার কাপে, সেখানে চ্যাম্পিয়ন হওয়া দারুণ সাফল্য বাংলাদেশ দলের।
যুব এশিয়া কাপে ভারত সর্বাধিক ৮ বার শিরোপা লাভ করেছে। আফগানিস্তান ও পাকিস্তান এক বার করে চ্যাম্পিয়ন হয়। তবে টানা দুই শিরোপা জিতে বাংলাদেশ প্রমাণ করলো, তারাই মহাদেশের সেরা ক্রিকেট দল।