• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আজকের ফাইনালে সর্বনিম্ন টিকিট মূল্যই পৌনে ১২ লাখ টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৫:৫৪ পিএম
আজকের ফাইনালে সর্বনিম্ন টিকিট মূল্যই পৌনে ১২ লাখ টাকা
দুই ফাইনালিস্ট জোকোভিচ ও আলকারাজ। ছবি : সংগৃহীত

চলতি উইম্বলডন টেনিসের ফাইনালে আজ রোবার রাত ৭টায় মুখোমুখি হবে সার্বিয়ার নোভাক জোকোভিচ ও স্পেনের কার্লোস আলকারাজ। এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। তাই দামও বাড়ছে সময়ের সঙ্গে। পর পর দু’বার উইম্বলডনের ফাইনাল খেলবেন জোকোভিচ এবং আলকারাজ। ম্যাচের সর্বনিম্ন দামের টিকিট কিনতে গেলেও প্রায় পৌনে ১২ লাখ টাকা খরচ করতে হবে।

উইম্বলডনের সেন্টার কোর্টে আসন সংখ্যা ১৪,৯৭৯। আমেরিকার ক্রীড়া ধারাভাষ্যকার ড্যারেন রভেলের দাবি, “উইম্বলডন ফাইনালে জোকোভিচ-আলকারাজ় ম্যাচের টিকিটের দাম খেলার ইতিহাসে সবচেয়ে বেশি হতে চলেছে। রবিবার সবচেয়ে খারাপ আসনের দামই ১০ হাজার ডলার ( বাংলাদেশি প্রায় ১১ লাখ ৭২ হাজার টাকা)।

সবচেয়ে কম দামের টিকিটও যদি সব বিক্রি হয়ে যায় তা হলে প্রায় ১৭৫৫ কোটি টাকা আয় হবে উইম্বলডন কর্তৃপক্ষের। যা উইম্বলডনের পুরো পুরস্কার মূল্যের চেয়েও বেশি। যদিও অনলাইনে উইম্বলডন ফাইনালের টিকিট কাটতে গেলে ১০ হাজার ডলারের কম দামের টিকিট পাওয়া যাচ্ছে।

এই বছর প্রথম বার মুখোমুখি হতে চলেছেন জোকোভিচ এবং আলকারাজ। ২০২৩ সালে দু’বার মুখোমুখি হন তারা। দু’বারই জেতেন জোকোভিচ। এখনও পর্যন্ত পাঁচ বারের মধ্যে তিন বার জিতেছেন তিনি। দু’বার জিতেছেন আলকারাজ।

রজার ফেদেরার অবসর নিয়েছেন। চোটের কারণে খেলতে পারেন না রাফায়েল নাদালও। ফলে এখন টেনিস দুনিয়ায় জোকোভিচই সবচেয়ে আলোচনার কেন্দ্রে। আর ২১ বছরের আলকারাজ ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন। তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। তার সঙ্গে জোকোভিচের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।

Link copied!