বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বৃহস্পতিবার রাতের ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে নুরুল ইসলাম সোহানের দল রংপুর রাইডার্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে রংপুরের বোলারের দাপটে বরিশাল ১২৪ রান করে। জবাবে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রান করে রংপুর।
বরিশালের অধিনায়ক তামিম ২৮, মোহাম্মদ নবি ২১, মুশফিকুর রহিম ১৫, মাহমুদউল্লাহ রিয়াদ ১০, মায়ার্স ১৩ রান করেন।
রংপুরের খুশদিল ৩টি এবং নাহিদ রানা ও ইফতিখার ২টি করে উইকেট পান।
রংপুরের ম্যাচসেরা সাইফ হাসান ৬২ ও আলেক্স হেলস ৪৯ রানে অপরাজিত থাকেন।
বরিশালের ইমন ২টি উইকেট লাভ করেন।
রংপুর তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে।