ইনজুরি আক্রান্ত মোহাম্মাদ সাইফউদ্দিন, অভিষেক দাস ও আশিকুর জামানদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কাতারে পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য। কাতারের এসপেটার হাসপাতালে এই তিন পেসারের চিকিৎসা হবে। এসপেটার একটি স্পোর্টস মেডিসিন হাসপাতাল।
সাইফউদ্দিনের পিঠের চোট পুরোনো সমস্যা। এটা সঙ্গে নিয়ে খেলে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। তিনি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেছেন। ডিপিএলে ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট শিকার করেছেন এই পেস অলরাউন্ডার। এখন আবারও পিঠের চোট মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই তাকে বিসিবি উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাচ্ছে।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় অভিষেক দাস অনেক দিন পেশাদার ক্রিকেটের সঙ্গে নেই। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনাল ম্যাচ খেলার পর ২০ সালে ডিপিএলে একটি ম্যাচে মাঠে নেমে ছিলেন। এরপরে তার মাঠে নামা বলতে গেলে গত বছর প্রথম বিভাগ ক্রিকেট লিগে। সেখানে কিছু ম্যাচ খেলেছিলেন ব্যাটসম্যান হিসেবে।
আশিকুর জামান গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেন। এর আগে ভারত ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল চার দিনের ম্যাচ খেলেছিলো সেই দলের সদস্য ছিলেন আশিকুর। এই পেসার গত বিসিএলে নিয়মিত খেলোয়াড় থাকলেও। বিপিএলের পর থেকে আর মাঠে নামা হয়নি তার।
যে তিন খেলোয়াড় কাতারে যাচ্ছেন তাদের মধ্যে শুধু সাইফউদ্দিনই নিয়মিত খেলোয়াড়। বাকি দুই জন অনিয়মিত পেশাদার ক্রিকেটে।