মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা নারী স্প্রিন্টার গ্যাবি থমাস ২০২১ সালের টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। চলতি প্যারিস আসরে সোনার পদক জিতে প্রমাণ করলেন, তিনি নিজেকে কতটা পরিবর্তন করেছেন।
মাত্র ২১.৮৩ সেকেন্ডে অসাধারণভাবে দৌড়ে ২০০ মিটার স্পিন্টের ফাইনালে সকল প্রতিদ্বন্দ্বিকে ছাড়িয়ে যান। সোনা জিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন ২৭ বছর বয়সী থমাস।
থমাস সাত নম্বর লেনে দৌড়ান। আট নম্বর লেনে ছিলেন ১০০ মিটার স্পিন্টের সোনাজয়ী আলফ্রেড এবং চার নম্বর লেনে ছিলেন ব্রিটেনের ডিনা অ্যাশার-স্মিথ। ফিনিশিংয়ের সময় থমাস থেকে আলফ্রেড ছিলেন প্রায় দুই মিটার পেছনে। আলফ্রেড রৌপ্য পদক লাভ করেন ২২.০৭ সেকেন্ড দূরত্ব পার হয়ে। সেইসঙ্গে সেন্ট লুসিয়ার আলফ্রেড তার দেশের পদক সংখ্যা দ্বিগুন করলেন।
যুক্তরাষ্ট্রের অপর প্রতিযোগি ব্রিটানি ব্রাউন ২২.২০ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক জেতেন। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাশার-স্মিথ চতুর্থ, ব্রিটেনের ড্যারিল নিতা পঞ্চম এবং নাইজেরিয়ার ফেভার ওফিলি ষষ্ঠ স্থান লাভ করেন।
এরআগে মার্কিন যুক্তরাষ্ট্রের নারী স্পিন্টার অ্যালিসন ফেলিক্স ২০০৪ সালে ২০০ মিটারের শিরোপা লাভ করেন।
গত ২০২১ সালের অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক লাভ করেন থমাস। ফলে বিশ্বের সব বড় বড় আসরেই তার পদক নিশ্চিত হলো।