বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এবারের বিপিএলেও চট্টগ্রামের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার।
গতবার স্লগে চট্টগ্রামের ভরসা হয়ে উঠলেও নতুন বলে খুব একটা ভালো করতে পারেননি মৃত্যুঞ্জয়। এবার নতুন বলেও ভালো করতে নিজেকে তৈরি করেছেন বলে জানান তিনি।
সোমবার (২ জানুয়ারি) মিরপুরে অনুশীলন শেষে মৃত্যুঞ্জয় বলেন, “অবশ্যই গতবার স্লগে খুব ভালো বোলিং হয়েছিল। তবে নতুন বলে ভালো করার লক্ষ্য ছিল, সেটা করতে পারিনি। এই এক বছরে আমি নতুন বলে নিজেকে তৈরি করেছি। আমার লক্ষ্য আছে নতুন বল ও স্লগ ওভারে যেন নিজের সেরাটা দিতে পারি।”
এবারের বিপিএলেও চট্টগ্রামের বোলিং বিভাগের মূল ভরসা মৃত্যুঞ্জয়। এক্ষেত্রে তিনি সঙ্গে পাচ্ছেন আবু জায়েদ রাহী, মেহেদী হাসান রানা, ফরহাজ রেজাদের মতো বোলারদের।
আসন্ন বিপিএলে উদ্বোধনী দিনই মাঠে নামবে চট্টগ্রাম। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স।