কাতার বিশ্বকাপে দুর্দান্ত গোলকিপিং করে প্রশংসা কুড়িয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফাইনালে গোল্ডেন গ্লাভস নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে সমালোচিতও হয়েছিলেন তিনি।
এছাড়া ফাইনালের ড্রেসিংরুমে ও বিশ্বকাপ জয় উদযাপনে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করে আরও এক দফায় সমালোচিত হয়েছেন মার্টিনেজ। যদিও তখন এমবাপে বলেছিলে এসব দেখার সময় তার নেই।
তবে এবার সেই মার্টিনেজের অনুশীলনকেই নকল করলেন এমবাপে। পিএসজির ট্রেনিং ক্যাম্পের বাইরে একটি বস্তু হাতে নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা গেলো তাকে।
এমবাপের এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ফুটবলপ্রেমীরা নানা কমেন্ট করছেন সেখানে।
কাতার বিশ্বকাপে এমবাপেও দুর্দান্ত ফর্মে ছিলেন। ফাইনালে হ্যাটট্রিক করে তিনবার আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সকে সমতায় ফিরিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত মার্টিনেজের দৃঢ়তায় ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।