বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযুক্ত না থাকায় আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
আগামী ২৩ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে টাইগাররা। এই ম্যাচে জিতলেই সপ্তাহের ব্যবধানে দুই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। যদিও দলে থাকলে আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের একটিতেও সুযোগ মেলেনি এই সম্ভাবনাময় তরুণের। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও ব্যাট হাতে তেমন কোনো অবদান রাখতে পারেননি।
শরিফুল ইসলামও ছিলেন দলে। এবার কোনো ম্যাচ না খেলে তিনিও বাদ পড়েছেন। অবশ্য দলে থাকা বাকি পেসাররা আছেন দুর্দান্ত ফর্মে।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল
তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও জাকির হাসান।