একই দলের কাছে টানা তৃতীয় পরাজয়। তার শিকার আবার দেশের অন্যতম জনপ্রিয় দল আবাহনী লিমিটেড।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব।
রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ ম্যাচে এক সময়ের জনপ্রিয় দল আবাহনীকে ২-১ গোলের ব্যবধানে হারায় মেরিনার্স।
ক্লাব কাপের ফাইনালের পর লিগের প্রথম রাউন্ড, এরপর এবার সুপার সিক্স পর্বে হারের তেতো স্বাদ পেল ধানমন্ডির দল। এই হারে লিগ শিরোপা জয় কঠিন করে তুলল আবাহনী। অন্যদিকে সুপার সিক্সে টানা দুই ম্যাচ জিতে লিগ জমিয়ে তুলল মেরিনার্স।
আবাহনীর বিরুদ্ধে খেলার ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের পোস্টারবয় সোহানুর রহমান সবুজ (১-০)। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি (২-০)।
৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর ভারতীয় রিক্রুট শিশে গাওয়াদ (২-১)।
ম্যাচে মেরিনার্সের তুলনায় আবাহনী একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। পেনাল্টি কর্নার একাধিক আদায় করেও সেখান থেকে গোল পেয়েছে মাত্র একটি।