• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ওরা তো জাহান্নামে যেতে অস্বীকৃতি জানাচ্ছে : প্রসাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১১:৫৯ এএম
ওরা তো জাহান্নামে যেতে অস্বীকৃতি জানাচ্ছে : প্রসাদ

সূচি অনুযায়ী এশিয়া কাপের আসন্ন আসর পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের আপত্তিতে তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের শীতল সম্পর্ক এশিয়া কাপ নিয়ে আরও জমাট বাঁধতে শুরু করেছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের প্রতি ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে তারা জাহান্নামে যাক’ এই মন্তব্যে ভারতকে নিয়ে তার এমন মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ।

টুইটারে তিনি মিয়াঁদাদের কথাগুলো শেয়ার দিয়ে লিখেছেন, ‘কিন্তু ওরা তো জাহান্নামে যেতে অস্বীকৃতি জানাচ্ছে।’ 

কয়েকদিন আগেই এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে জরুরি সভা বসেছিল বাহরাইনে। কিন্তু সেখানেও চূড়ান্ত কোনো সমাধান আসেনি। ভারত চায় নিরপক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক এশিয়া কাপ।

তবে একই সভায় আরও একটি বিকল্প প্রস্তাব উঠে এসেছে। সেক্ষেত্রে এশিয়া কাপ হবে পাকিস্তানে, কিন্তু ভারতের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারত–পাকিস্তান ফাইনালে উঠলে সেটাও হবে আমিরাতেই।  

তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ফলে এখনও ঝুলে এশিয়া কাপের আগামী আসরের ভাগ্য। অন্যদিকে ভারত পাকিস্তান না গেলে পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছে।

Link copied!