• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কাম্বলির মস্তিষ্কে রক্তের জমাট, সুস্থতা নিয়ে কোনো সুখবর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:৪২ পিএম
কাম্বলির মস্তিষ্কে রক্তের জমাট, সুস্থতা নিয়ে কোনো সুখবর নেই
হাসপাতালে বিনোদ কাম্বলি। ছবি: সংগৃহীত

বাঁচা-মরা মানুষের হাতে নেই। তারপরও বলতে হচ্ছে ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে ভারতের একসময়ের নান্দনিক ও স্টাইলিস্ট ক্রিকেট ব্যাটার বিনোদ কাম্বলির বেঁচে থাকা।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় গত শনিবার। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে নিজের স্বাস্থ্যের আপডেট দেন ও ভক্তদের আশ্বস্ত করেন। তবে তিনি যতই নিজেকে সুস্থ বলুন না কেন, হাসপাতালের পক্ষ থেকে তার স্বাস্থ্য নিয়ে কোনো সবুজ সংকেত দেওয়া হচ্ছে না। থানের আকৃতি হাসপাতালের চিকিৎসক বিবেক দ্বিবেদী, কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে যা আপডেট দিয়েছেন তাতে ভক্তরা মোটেও খুশি হতে পারবেন না।

বিবেক দ্বিবেদী ৫২ বছর বয়সী কাম্বলির শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে জানান, কাম্বলির মস্তিক স্থিতিশীল নয়। কাম্বলিকে হাসপাতালে ভর্তি করা হয় পেশিতে টান ও মাথা ঘোরার কারণে। ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় পরিবার।

সংবাদসংস্থা এএনআইকে বিবেক দ্বিবেদী জানান, কাম্বলি যখন হাসপাতালে ভর্তি হন সেই সময় তার জ্বর ছিল। তার চিকিৎসা চলছে এবং ফিজ়িওথেরাপিও চলছে। আগামী ২-৩ দিনের মধ্যে তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবেক দ্বিবেদী বলেন, ‘ওকে ভর্তি করার পর আমরা দেখি তার প্রস্রাবে সংক্রমণ রয়েছে, শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ঠিক ছিল না, সেটার জন্যই ওর পেশিতে টান হচ্ছিল। মস্তিষ্ক স্ক্যান করে জানতে পারি ওর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল, অতীতে তার স্ট্রোক হয়, সেখান থেকেই রক্তটা জমাট বেঁধেছিল। তাকে যখন আমরা আইসিইউতে ভর্তি করি সেই সময় ওর রক্তচাপ কম ছিল। আমরা ওকে ছুটি দেওয়ার পরিকল্পনা করলেও তার মস্তিষ্কের অবস্থা স্থিতিশীল নয়, মস্তিষ্কে পরিবর্তন দেখা যাচ্ছে।’

কাম্বলি তার ক্যারিয়ারে মাত্র ১৭ টেস্টে ডাবল ও সিঙ্গেল সেঞ্চুরিসহ  ১০৮৪ রান করেন। আর ১০৪টি ওয়ানডেতে ২টি সেঞ্চুরিসহ ২৪৭৭ রান করেন। অসুস্থতার কারণে ২৩ বছর বয়সে টেস্ট এবং ২৮ বছর বয়সে ওয়ানডে খেলা ছেড়ে দেন। এখন সৃষ্টিকর্তার কৃপার ওপরই তার সবকিছু নির্ভর করছে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!