পোর্ট এলিজাবেথের গবেখা সেন্ট জর্জ পার্ক স্টেডিয়ামে টেস্টে জয়ের দারুণ এক সম্ভাবনা তৈরি করেও হেরে গেছে শ্রীলঙ্কা।
সোমবার পঞ্চম দিনে দ্বিতীয় টেস্ট ম্যাচটি জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ১৪৩ রান, হাতে ৫ উইকেট। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে এক সেশনও টেকেনি লঙ্কানদের প্রতিরোধ। শেষ দিকে ১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। ডারবানে প্রথম টেস্টে ২৩৩ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সফরকারী দল শ্রীলঙ্কাকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৩৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এতে ১০৯ রানের বড় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
সোমবার ৫ উইকেটে ২০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। রোববার ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি করে উইকেটে থাকা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিসের ব্যাটে লড়াই শুরু করে সফরকারীরা।
মাত্র ৭ রান যোগ করেই আউট হয়ে যান মেন্ডিস। দলীয় ২১৯ রানে মেন্ডিসের (৭৬ বলে ৪৬) পতন হলে ধসে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এরপর ২৩৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। অর্থাৎ ১৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় সফরকারী দল।
ফিফটি করেই (৯২ বলে ৫০) আউট হন ধনাঞ্জয়া। প্রবাত জয়সুরিয়া ১৯ বলে ৯, বিশ্ব ফার্নান্ডো ২৪ বলে ৫ ও লাহিরু কুমারা ১১ বলে ১ রান করেন।
আগের দিন ১২২ রানে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্মে ৩ বলে ১, ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৪ বলে ১৮, দিনেশ চান্দিমাল ৫৭ বলে ২৯, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৫৯ বলে ৩২ ও কামিন্দু মেন্ডিস ৩৫ বলে ৩৫ রান করেন।
দক্ষিণ আফ্রিকার মহারাজ ৭৬ রানে পান ৫টি উইকেট। এছাড়াও ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
দুই ইনিংস মিলিয়ে মোট ৭ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন প্যাটারসন। ৩২৭ রান করে সিরিজসেরা নির্বাচিত হন টেম্বা বাভুমা।