• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপের ফাইনালে এশিয়ার দুই দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:০৫ পিএম
বিশ্বকাপের ফাইনালে এশিয়ার দুই দেশ
জাপান ও উত্তর কোরিয়া মুখোমুখি হবে ফাইনালে। ছবি : সংগৃহীত

দারুণ এক ঘটনা। এবারের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে এশিয়ারই দুই দেশ জাপান ও উত্তর কোরিয়া।

দুইবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও একবার শিরোপা জিতেছে জাপান। কলম্বিয়ায় চলমান বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এশিয়ার এই দুই দলই। ২০০৬ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন জাপানের শ্রেষ্ঠত্বের লড়াই হবে আগামীকাল রোববার।

সেমিফাইনালে উত্তর কোরিয়া ১-০ গোলে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে। আর জাপান ২-০ গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে।

নারীদের এই বয়সভিত্তিক বিশ্বকাপে সর্বাধিক ৩ বার করে চ্যাম্পিয়ন জার্মানি ও যুক্তরাষ্ট্র। কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানিকে বিদায় করে যুক্তরাষ্ট্র, আর সেমিফাইনালে সেই যুক্তরাষ্ট্রকেই বিদায় করে উত্তর কোরিয়া।

এশিয়ার জাপান কোয়ার্টার ফাইনালে সর্বশেষ চ্যাম্পিয়ন স্পেনকে ও সেমিফাইনালে ইউরোপীয় শক্তি নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে ফাইনাল মঞ্চে।

সর্বশেষ তিন আসরে জাপান একবার চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ ও একবার তৃতীয় হয়েছে। উত্তর কোরিয়া ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরের দুই আসরের সেমিফাইনালেও উঠতে পারেনি।

নারী ফুটবলের অন্যতম পরাশক্তি উত্তর কোরিয়া তৃতীয় শিরোপা জিতবে নাকি জাপান ট্রফি জয়ের সংখ্যা ডাবল করবে, সেটাই দেখার।

Link copied!