• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬
বাংলাদেশ-ভারত সিরিজ

ফলোঅনের শঙ্কায় দ্বিতীয় দিন শেষ টাইগারদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৪:৫৫ পিএম
ফলোঅনের শঙ্কায় দ্বিতীয় দিন শেষ টাইগারদের
ছবি: ওয়ালটন

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভারতকে ৪০৪ রানে অলআউট করেই খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। ভারতের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশি কোনো ব্যাটার। ফলে তাদেরকে লড়তে হচ্ছে ফলোঅন এড়াতে। অন্তত ২০৪ রান করলেই তবেই ফলোঅন এড়াতে পারবে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১৩৮ রান দিন শেষ করেছে টাইগাররা।

বাংলাদেশের ইনিংসে ধসের শুরুটা হয়েছিল ইনিংসের প্রথম বলেই। গোল্ডেন ডাকের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনে নামা ইয়াসির আলি রাব্বিও বলার মতো কিছু করতে পারেননি। শুধু ইয়াসির নন, কেউই আসলে বলার মতো কিছু করতে পারেননি। ইয়াসির ৪ রান করে ফেরেন।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জাকির হাসান (২০), লিটন দাস (২৪) ও মুশফিকুর রহিম (২৮) রান করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজের বোলিং তোপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে টপ অর্ডারদের ব্যর্থতা ও উইকেটে সেট হয়েও লিটন-মুশফিকদের উইকেট বিলিয়ে দেওয়ার ভুলে বারবার পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিপরীতে সাগরিকার উইকেটে ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় বোলাররা।

দিন শেষে ইবাদত হোসেন ১৩ ও মেহেদি হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত আছে। তৃতীয় দিনের শুরুতে তাদের চাওয়া থাকবে ফলোঅন এড়ানোর। এর আগে ২৭৬ রানে দিন শুরু করা ভারত অলআউট হয় ৪০৪ রানে। বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

Link copied!