ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন তিন ক্রিকেটার। তারা হলেন-ইংল্যান্ডের গ্যাস অ্যাটকিনসন, ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল।
গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।
নারীদের সেরার লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু এবং দুই ভারতীয় স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা।
জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় অ্যাটকিনসনের। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩৫৭ রানে ২২ উইকেট নেন তিনি। এর মধ্যে লর্ডসে অভিষেক টেস্টেই ১২ উইকেট শিকার ছিলো তার। সিরিজের সেরা খেলোয়াড়ও হন অ্যাটকিনসন।
গেল মাসে জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৯৩ রানে ৮ উইকেট নেন সুন্দর। ভারতের পেসার মুকেশ কুমারের সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সুন্দর। ব্যাট হাতে ২৮ রান ও ৮ উইকেট শিকারে সিরিজ সেরার পুরস্কারও জিতেন তিনি।
গত মাসে স্কটল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হয় ক্যাসেলের। ওয়ানডেতে অভিষেক ম্যাচে সেরা বোলিং ফিগারের বিশ্ব রেকর্ড গড়েন তিনি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২এর ম্যাচে ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নেন তিনি। এতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার রেকর্ড। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা।