• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঘোষিত হয়েছে সুইসদের বিশ্বকাপ স্কোয়াড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ১১:৪৩ পিএম
ঘোষিত হয়েছে সুইসদের বিশ্বকাপ স্কোয়াড

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। বুধবার (৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন দলটি প্রধান কোচ মুরাত ইয়াকিন।

বুধবারের ঘোষিত এই দলে আছেন অভিজ্ঞ জারদান শাকিরি, গ্রানিত ঝাকা, রিকার্ডো রদ্রিগেজ, ফ্যাবিয়ান শার ও ইয়ান সোমারের মতো অভিজ্ঞ ফুটবলাররা। দলে নতুন মুখ দুইজন। আরবি সলজবার্গের গোলরক্ষক ফিলিপ কোহন ও ইয়ং বয়েজের ফ্যাবিয়ান রাইডারকে দলে নিয়েছে কোচ ইয়াকিন।

২০ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে সুইসরা।  ২৪ নভেম্বর অনুষ্ঠিত এই হবে ম্যাচ। সুইসদের গ্রুপে ক্যামেরুন ছাড়া আরও আছে ব্রাজিল ও সার্বিয়া।

সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), ফিলিপ কোহন (সলজবার্গ), জোনাস ওমলিন (মন্টপেলিয়ার), ইয়ান সোমার (বরুশিয়া মনশেনগ্লাডবাখ)

ডিফেন্ডার: ম্যানুয়েল আকানজি (ম্যানচেস্টার সিটি), ইরে কমার্ট (ভ্যালেন্সিয়া), নিকো এলভেদি (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), রিকার্ডো রদ্রিগেজ (তোরিনো), ফ্যাবিয়ান শার (নিউক্যাসল ইউনাইটেড), সিলভান উইডমার (মেইনজ)

মিডফিল্ডার: গ্রানিত জাকা (আর্সেনাল), এডিমিলসন ফার্নান্দেজ (মেইনজ), ফ্যাবিয়ান ফ্রেই (বাসেল), রেমো ফ্রেউলার (নটিংহাম ফরেস্ট), আরডন জাশারি (লুজার্ন), ফ্যাবিয়ান রাইডার (ইয়ং বয়েজ), জেরদান শাকিরি (শিকাগো ফায়ার), জিব্রিল সো (অ্যাইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), রেনাতো স্টেফেন (লুগানো), ডেনিস জাকারিয়া (চেলসি), মিশেল এবিশার (বোলোগনা)

ফরোয়ার্ড: ব্রিল এম্বোলো (মোনাকো), ক্রিশ্চিয়ান ফাসনাখ্ট (ইয়ং বয়েজ), নোয়াহ ওকাফোর (সলজবার্গ), হারিস সেফেরোভিক (গালাতাসারে), রুবেন ভার্গাস (অগসবার্গ)।

খেলা বিভাগের আরো খবর

Link copied!