স্পেনের লা লিগায় শুভসূচনা করেছে লিওনেল মেসির সাবেক ফুটবল ক্লাব বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে হারিয়ে দেয় বার্সা। রবার্ট লেভান্ডফস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
শনিবার ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে শনিবার রাতের এই ম্যাচের শুরুতে দু’পক্ষই আক্রমণ চালিয়েছে। ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে স্বাগতিকরা। লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দুরো।
প্রথমার্ধের শেষদিকে আবারও নিজেদের ভুলে গোল খেতে পারত বার্সা। তবে যোগ করা সময়ের শেষদিকে বার্সাকে সমতায় ফেরান পোলিশ তারকা লেভান্ডফস্কি। বাঁ পাশ থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রসে ভলিতে বল বাড়ান লামিনে ইয়ামাল। সেটি স্লাইড করে লেভা বল জালে জড়ান।
সফরকারীরা ম্যাচের লিডও পেয়ে যায় দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই। ভ্যালেন্সিয়ার বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে তারা পেনাল্টি পেয়ে যায়। এরপর স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন পোল্যান্ড স্ট্রাইকার। যা লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে লেভান্ডফস্কির ৪ ম্যাচে ষষ্ঠ গোল।
এরপর ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেলেও শেষপর্যন্ত জালের ছোঁয়া পায়নি বার্সা। ম্যাচ শেষ ২-১ ব্যবধানে ফ্লিকে শিষ্যদের জয় দিয়ে।