• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬
ক্রীড়াঙ্গনের আওয়ামী লিগ

সাকিব ছাড়া বাকিরা লুকিয়ে কিংবা পালিয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৫:৪৭ পিএম
সাকিব ছাড়া বাকিরা লুকিয়ে কিংবা পালিয়ে
সালাম মুর্শেদি, নাইমুর রহমান দূর্জয়, সাকিব আল হাসান ও শফিউর রহমান চৌধুরি নাদেল। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বহুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তিনি ছাড়াও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল, বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী, বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী ছিলেন সংসদ সদস্য। পরিচালকদের মধ্যে আ জ ম নাসির উদ্দিন  চট্টগ্রামের সাবেক মেয়র। তারা সরকার পতনের পর হয়তো লুকিয়ে গেছেন, নয়তো আছেন পালিয়ে।

শফিউর রহমান চৌধুরি নাদেল সিলেটের এবং নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের এমপি ছিলেন। ক্রিকেট তারকা সাকিব আল হাসান মাগুরার এবং সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ছিলেন নড়াইলের এমপি।

সবার মধ্য একমাত্র সাকিবই রয়েছেন সামনে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি আসর শেষে পাকিস্তানে যাবেন টেস্ট সিরিজ খেলতে।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ছিলেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের বন্ধু। মঙ্গলবার তিনি গোপন স্থান থেকে জানান, পদত্যাগের ইচ্ছে নেই, আবার নির্বাচন করতে চান।

সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী খুলনার এবং বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ছিলেন যশোরের এমপি। সালাম মুর্শেদী পদত্যাগের ঘোষণা দিয়েই নিখোঁজ হয়ে গেছেন।

লুকিয়ে থাকা বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহী, সদস্য সাইফুল, ওয়াদুদ পিন্টু, হারুনর রশীদ, সত্যজিৎ দাশ রুপু আওয়ামী লীগের সঙ্গে জড়িত।  

বাফুফের সাবেক সহ-সভাপতি বীর বাহাদুরও নিখোঁজ।  ৫ আগস্টের পর থেকে। ক্যারম ফেডারেশনের সভাপতি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশত্যাগের চেষ্টায় ব্যর্থ হন। 

স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ফারুক খান, রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক এমপি সালমান এফ রহমান ও আবাহনীর চেয়ারম্যান, আবাহনীর অন্যতম পরিচালক নসরুল হামিদ বিপুও নেই কোনো খবর।

টেনিস ফেডারেশনের সভাপতি ও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য রুমানা আলী এমপি, হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীও নিখোঁজ।

 

Link copied!