ওয়ানডে ও টি-টোয়েন্টির ডামাডোলে টেস্ট ক্রিকেটের মাধুর্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে টেস্ট যে সব ফরম্যাটের মধ্যমনি, তা এবার প্রমাণিত হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমএসজি)।
১৯৩৭ সালের জানুয়ারি মাসে মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৭৫ বলে ২৭০ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন ব্র্যাডম্যান। সেই টেস্ট ম্যাচ দেখতে পাঁচদিনে সাড়ে ৩ লাখ দর্শক মাঠে এসেছিলেন। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ সেই রেকর্ড ভেঙে দিল।
মেলবোর্নের বিশালাকায় মাঠে বক্সিং ডে টেস্ট একটা রীতি। সেই এমসিজিতে অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট ম্যাচে দর্শক সংখ্যার রেকর্ড ভেঙে গেল। অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচে সর্বোচ্চ দর্শক সংখ্যার রেকর্ড এখন ২০২৪ সালের মেলবোর্নের নামে। এরআগের রেকর্ডটি তৈরি হয়েছিল ১৯৩৭ সালের জানুয়ারি মাসে।
রিপোর্ট অনুযায়ী, সোমবার মেলবোর্নে মোট দর্শক সংখ্যা ছিল ৬৬ হাজার। এর ফলে এই টেস্ট ম্যাচে পাঁচদিন মিলিয়ে মোট দর্শক সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার। ৮৭ বছর আগের রেকর্ড ভেঙে গেল এবার।
এবার মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ৮৭ হাজার ২৪২ জন দর্শক মাঠে এসছিলেন। দ্বিতীয় দিনে মাঠে এসে খেলা দেখেন ৮৫ হাজার ১৪৭ জন দর্শক, তৃতীয় দিনে খেলা দেখতে আসেন ৮৩ হাজার ৭৩ জন। এরপর চতুর্থ দিন মাঠে দর্শক সংখ্যা ছিল ৪৩ হাজার ৮৬৭।