ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে। এর আগে শেষ ষোলর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে জেতা ম্যাচের অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি মিস করেছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
তখনই বিবিসির টিভি চ্যানেলে ভেসে ওঠে ‘মিশ্চিয়ানো পেনালদো’ অর্থাৎ পেনাল্টি মিস করা রোনালদো। এমন লেখা দেখে সমালোচনার ঝড় ওঠে চারদিকে।
অবশেষে নিজেদের সেই লেখা নিয়ে বিবৃত দিলো বিবিসি। তারা জানায়, ‘ওই লেখাটি এমনিতেই চলে আসছে। এমন লেখা আমরা ম্যাচ ডেতে অনেক গ্রাফিক্সে দেখিয়ে থাকি। এটাতে রোনালদোকে তেমন অপরাধী চিহ্নিত করা হয়েছে বলে মনে হয় না। বরং, আমরা পুরো ম্যাচ জুড়ে রোনালদোর সমর্থন করে তার ভালো কথা বলে গেছি, তিনি কীভাবে এত দূর কষ্ট করে এসেছেন সেটি নিয়ে।’
বিবিসির সেদিনের ম্যাচ ডেতে উপস্থিত ছিলেন গ্যারি লিনেকার, অ্যালান শেয়ারার, হোসে ফন্তে। তাদের নিয়ে বিবিসি জানায়, ‘ম্যাচ পূর্ববর্তী সময়ে রোনালদোর সততা ও দেশের জন্য উজাড় করে দেওয়াটা কেন অনেকের থেকেও সেরা, সেটা নিয়ে হোসে ফন্তে আলোচনা করেছিলেন। রোনালদোর মুভমেন্ট নিয়ে লিনেকার ও শেয়ারার দীর্ঘক্ষণ অ্যানালাইসিস চালিয়েছেন। টাইব্রেকারে প্রথম পেনাল্টি নেওয়ায় রোনালদোর সাহসেরও প্রশংসা করেছেন তারা। আমরা মানছি, কিছু মানুষ এটাতে (রোনালদোকে পেনালডো বলায়) কষ্ট পেয়েছে। আমরা এটিকে মাথায় রাখছি, যাতে পরবর্তীতে এটি থেকে শিক্ষা নিতে পারি।’