• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

বাবা ও মা দুই ভিন্ন দেশের, কে মেসির এই বডিগার্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৮:৪৪ পিএম
বাবা ও মা দুই ভিন্ন দেশের, কে মেসির এই বডিগার্ড
লিওনেল মেসি ও তার স্ত্রীর সঙ্গে চুয়েকো। ছবি : সংগৃহীত

ইয়াসিন চুয়েকো। ২০২৩ সালে তিনি বিশ্ব নন্দিত ফুটবল তারকা লিওনেল মেসির বডিগার্ড হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন। তখনই তার বিষয়ে খোঁজখবর শুরু হয়। মিডিয়ার কল্যাণে অনেকেই তা জেনেও গেছে।

৩৫ বছর বয়সী চুয়েকো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। মার্কিন বাবা ও ফরাসি মায়ের ঘরে জন্ম নেওয়া চুয়েকোর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।

সংবাদমাধ্যম এর আগে জানিয়েছে, সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট চুয়েকো যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিলও—আফগানিস্তান ও ইরাকে কাজ করেছেন। তবে মেইল অনলাইন একটি তথ্যে আপত্তি জানিয়েছিল। সেটি হলো নেভি সিলে বর্তমান সদস্যদের কেউ তার নাম শোনেননি এবং নেভি সিল ডাটাবেজেও চুয়েকোর নাম নেই বলে দাবি করেছিল মেইল অনলাইন।

সে যাহোক, মেসির এই বডিগার্ডের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছুই জানা যায়নি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে নিজের ভাইদের সঙ্গে বিভিন্ন ভিডিও ও ছবি পোস্ট করেন। শরীরচর্চা নিয়েও তিনি পরামর্শ দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তায়কোয়ান্দো এবং বক্সিংয়েও তাঁর দক্ষতা আছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এর আগে জানিয়েছে, চুয়েকোকে মেসির বডিগার্ড হিসেবে নিয়োগের সুপারিশটা এসেছিল তার ক্লাব ইন্টার মায়ামির সহমালিক ডেভিড বেকহামের কাছ থেকে। মাঠ ও মাঠের বাইরে মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে চুয়েকোর ৫০ জনের একটি দল আছে।

চুয়েকো কিন্তু বেশ সম্পদশালী। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাঁর ১৫ কোটি ডলারের সম্পদ আছে। মেসির বডিগার্ড হিসেবে তার বার্ষিক বেতন আনুমানিক আড়াই লাখ ডলার। পারিশ্রমিকের বেশির ভাগ অর্থ মায়ামিই দেয়, বাকিটা এমএলএসের স্পনসররা।

মেসি যেখানেই যান, সেখানেই আঠার মতো লেগে থাকেন চুয়েকো। ম্যাচের আগে–পরে তো আছেই, এমনকি শপিং মলেও মেসির সঙ্গে লেগে থাকতে দেখা গেছে তাকে। মাঠে কোনো দর্শক দৌড়ে মেসির কাছ পর্যন্ত যেতে চাইলে তাকে আগে চুয়েকোকে টপকানোর পরীক্ষা দিতে হয়, যেখানে প্রায় সময়ই তারা সফল হতে পারেন না। চুয়েকো এর আগে হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও, সেলেনা গোমেজ ও ওয়েন উইলসনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের লস অ্যাঞ্জেলেসে আসা উপলক্ষে অতিরিক্ত নিরাপত্তারক্ষী হিসেবেও কাজ করেছেন।

গত বছরের আগস্টে চুয়েকো একটি ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে দেখা যায়, ট্রেনার লুয়ান আগুয়েরে এলিয়াসের সঙ্গে অনুশীলনে লড়াই করছেন আর সেই লড়াইয়ে একটি লাথি মারতে গিয়ে দেয়ালটাই ভেঙে ফেলেন। বোঝাই যায়, এসব শরীরী সক্ষমতা অর্জনের জন্য চুয়েকোকে খুব কঠোর অনুশীলন করতে হয়, যার দু–একটি উদাহরণ শুরুতেই দেওয়া হয়েছে। এর বাইরে চুয়েকোর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি।

‘দ্য অ্যাথলেটিক’ পত্রিকার ভাষায়, মেসির এই বডিগার্ড আসলে ‘রহস্য–মানব’—স্টেডিয়ামের দর্শকরাও তাকে ‘এনিগমা’ বলে ডাকেন।

 

 

Link copied!