লিগ ওয়ানে শনিবার রাতে পিএসজি ক্লারমন্টের কাছে ২-৩ গোলে হেরে গেছে। এই ম্যাচই ছিল পিএসজির জার্সিতে লিওনেল মেসি ও সার্জিও রামোসের শেষ ম্যাচ। শেষটা রাঙাতে পারলেন না আর্জেন্টাইন জায়ান্ট। হার নিয়েই বিদায় নিতে হয় তাদের।
প্রথমার্ধে সার্জিও রামোস পিএসজিকে এগিয়ে দেন। এরপর ফরাসি কিলিয়ান এমবাপ্পে দ্বিগুণ করেন। ক্লারমন্ট অবশ্য ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধে তারাও দুই গোল পরিশোধ করে ক্লারমন্ট। প্রথমার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল আদায় করে তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেক গোল পেলেও পিএসজি সেই গোল আর পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-২ গোলের হার মানতে হয় তাদের।
যেমন রাজকীয়ভাবে মেসি এসেছিলেন প্যারিসে, তেমন সুন্দর সমাপ্তি ঘটেনি। এই বিদায়ী ম্যাচেও তাকে শুনতে হয়েছে দর্শকদের দুয়ো। একাদশে মেসির নাম ঘোষণার পরই দর্শকদের মাঝে মিশ্র অনুভূতি দেখা যায়। মেসির শুরুর একাদশে থাকা যেন মেনেই নিতে পারছিলেন না পিএসজি সমর্থকরা।
প্যারিসে মেসির থাকার আনুষ্ঠানিক মেয়াদকাল শেষ হলো। এরপর কোথায় যাবেন তিনি- এখনো নিশ্চিত না। বার্সেলোনা, সৌদি আরবের ক্লাব আল হিলাল ও ইন্টার মিয়ামির নাম জোরালোভাবে শোনা যাচ্ছে।