• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আম্পায়ার জেসির যে স্বপ্ন সত্যি হলো


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৬:৪৪ পিএম
আম্পায়ার জেসির যে স্বপ্ন সত্যি হলো
সাথিরা জাকির জেসি। ছবি: সংগৃহীত

আসছে নারী এশিয়া কাপ ২০২৪-এ প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে জেসি লিখেছেন, “আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, আমার নতুন মিশন এখন উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে।”

কিছুদিন আগে প্রথমবারের মতো পাঁচ বাংলাদেশি নারীকে আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করেছে আইসিসি। এর মধ্যে রয়েছেন সাথিরা জাকির জেসি। অন্য চারজন হলেন, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা। এর মধ্যে জেসিসহ অন্যদের আম্পায়ার এবং সুপ্রিয়া রানী দাসকে ম্যাচ রেফারি হিসেবে প্যানেলে যুক্ত করা হয়।

এর আগে গত মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দশম বোর্ড সভায় দুই নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। সুপারিশপ্রাপ্ত জেসি ছাড়া অন্য একজন হলেন মিশু চৌধুরী।

ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে জেসি লিখেছেন, “আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো...

আসন্ন টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করার জন্য সাথিরা জাকির জেসি সবার কাছ থেকে দোয়া চেয়েছেন।

Link copied!